Logo
Logo
×

অন্যান্য

শিক্ষা কারিকুলাম বাতিল দাবি ইসলামী আন্দোলনের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:৫১ পিএম

শিক্ষা কারিকুলাম বাতিল দাবি ইসলামী আন্দোলনের

বর্তমান শিক্ষা কারিকুলাম বাতিল দাবিতে সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। পরে একটি মিছিল বের করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘শুধু ট্রান্সজেন্ডার নয়, পুরো শিক্ষা ব্যবস্থা বাতিল করতে হবে। আল্লাহ ভীরু নতুন শিক্ষা কারিকুলাম স্থায়ীভাবে বাস্তবায়ন করতে হবে। দাবি আদায় না হলে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সচিবালয় ঘেরাও করা হবে।’ 

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, শিক্ষক আসিফ মাহতাবকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করার প্রতিবাদে আমরা বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান করব। দেখব কিভাবে চাকরিচ্যুত করা হয়। এরপরেও যদি ব্র্যাক বিশ্ববিদ্যালয় আমাদের কথা শুনতে বাধ্য না হয়, তাহলে বাংলাদেশের জনগণ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইট খুলে ফেলবে। ব্র্যাকের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো বর্জন করা উচিত। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির এক শিক্ষককে চাকরিচ্যুত করার চক্রান্ত করা হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রীর হন্তক্ষেপ কামনা করছি।’ 

তিনি বলেন, ‘আজ অনলাইনে শিক্ষা নেওয়া হচ্ছে। একটা বাচ্চাকে ইন্টারনেট এবং এনড্রয়েডের ফোন যদি হাতে তুলে দেওয়া হয়, তাহলে তাকে ধ্বংস করার জন্য অন্য কোনো যন্ত্রের প্রয়োজন আছে? সেই ব্যবস্থা করা হচ্ছে এবং চলছে। পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে।’ 

দলটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাফিজুল হক ফাইয়াজ, ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইদুল হাসান সিয়াম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম