Logo
Logo
×

অন্যান্য

মুক্তি পেলেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১০:২৪ পিএম

মুক্তি পেলেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা

জামিনে কারামুক্তি পেয়েছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। তিনি জোটের সমন্বয়ক ছিলেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। 

রোববার জোটের এই শীর্ষ নেতা হাইকোর্ট থেকে জামিন পান। মুক্তির প্রয়োজনীয় কাগজপত্র বিলম্বে আসায় তিনি এই কয়েকদিন মুক্তি পাননি। আজকেও দীর্ঘ ছয় ঘণ্টা কারাগারের গেটে বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন সৈয়দ এহসানুল হুদা। জেলগেটে জাগপার সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধানসহ ১২ দলীয় জোট নেতারা উপস্থিত ছিলেন। 

গত ১১ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে গোয়েন্দা পুলিশ আটক করে ১২ দলীয় জোটের সাবেক এই সমন্বয়ককে। ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম