আ.লীগ আবারো ক্ষমতায় টিকে থাকতে আসন ভাগাভাগি করছে: ইসলামী আন্দোলন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম
‘সরকার স্বেচ্ছাচারিতা করে দেশে একতরফা নির্বাচনের আয়োজন করছে’ বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির নেতারা বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ আবারো ক্ষমতায় টিকে থাকতে আসন ভাগাভাগি করছে। নির্বাচনের নামে নাটক করে রাষ্ট্রের কোটি কোটি টাকা ধ্বংস করছে। তাদের এই স্বেচ্ছাচারিতার পরিণতি ভয়ানক হবে।’
শুক্রবার রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে প্রতিনিধি সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘সরকার নির্বাচনের নামে নাটক করছে। বিরোধী দলগুলোকে বাইরে রেখে খালি মাঠে গোল দিতে তামাশার নির্বাচনের আয়োজন করছে। ভোট বর্জনের মাধ্যমে জনগণ প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করবে। সরকার মনে করতে পারে এভাবেই পার পেয়ে যাবে। কিন্তু ইতিহাস বলে, স্বেচ্ছাচারিতার পরিণতি সবসময়ই ভয়ানক হয়। এ দেশের মানুষকে নিয়ে আর খেলা করতে দেওয়া যাবে না।’
তিনি বলেন, ‘সরকার উন্নয়নের জিকির তুলে দুর্নীতির মহোৎসব করছে। যে উন্নয়ন দেশকে দুর্নীতির মহাসড়কে নিয়ে যায়, চোর-ডাকাত, দুর্নীতিবাজ সৃষ্টি করে দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করে দেওয়া হয়েছে। নতুন প্রজন্মকে নাস্তিক ও মেধাশূন্য করার সব প্রক্রিয়া সম্পন্ন করেছে।’
ইউনুছ আহমাদ বলেন, ‘দেশে দুর্ভিক্ষের আশঙ্কার কথা বলা হচ্ছে। কারণ, এ দেশ যারা পরিচালনা করছে, তাদের ব্যর্থতার জন্যই আশঙ্কা। তারাও ব্যর্থ, এর আগে যারা দেশ পরিচালনা করেছে তারাও ব্যর্থ।’
দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, ‘সরকারের প্রহসনের নির্বাচন দেশপ্রেমিক জনগণ মানে না। দেশের রাজনৈতিক দলগুলোর প্রচন্ড বিরোধিতা এবং আন্তর্জাতিক মহলের মতামতকে উপেক্ষা করে সরকার একতরফা প্রহসনের নির্বাচন করে দেশকে নিশ্চিত বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করলে এটা দেশবাসী মানবে না। প্রহসনের নির্বাচনের আয়োজন থেকে সরকার ও নির্বাচন কমিশনকে ফিরে আসতে হবে।’
প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, সহ-সভাপতি হানিফ, সুলতান আহমদ খান, অধ্যাপক ডা. কামরুজ্জামান, যুগ্ম সম্পাদক শাহীন আহমদ, মুফতি আল আমিন শাহাদাত, মাওলানা বিলাল হোসাইন, মুফতি আব্দুল হাই প্রমুখ।