Logo
Logo
×

অন্যান্য

গণবিরোধী তফশিল প্রত্যাখ্যান করেছে জনগণ: ডা. ইরান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম

গণবিরোধী তফশিল প্রত্যাখ্যান করেছে জনগণ: ডা. ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচন মানি না। গণবিরোধী তফশিল জনগণ প্রত্যাখ্যান করেছে। অবৈধ সরকারের অবৈধ নির্বাচনের তফশিল বাতিল করতে হবে। ২০১৪ ও ১৮ সালের মতো সরকার একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। 

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্দলীয় সরকারের একদফা দাবিতে লেবার পার্টির উদ্যোগে অবরোধ-হরতাল কর্মসূচির সমর্থনে বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নগর সহসভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ রুম্মান সিকদার, মো. হেলাল উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মনির হোসেন খান প্রমুখ। 

এর আগে অবরোধের সমর্থনে মিছিল বের করে নয়াপল্টন মসজিদ গলি হতে শুরু করে বিএনপি কার্যালয়, নাইটিঙ্গেল মোড়, বিজয়নগর, পল্টন মোড়, তোপখানা রোড, সচিবালয় হয়ে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম