Logo
Logo
×

অন্যান্য

সংলাপের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচন চান ড. কামাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম

সংলাপের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচন চান ড. কামাল

জাতীয় সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, সেটা (সংলাপ) হলে সময় বুঝে তার দল নির্বাচনে যাবে।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

গণফোরামের বিশেষ জাতীয় কাউন্সিল ২০২৩–পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

একাদশ সংসদ নির্বাচনের সরকারবিরোধী জোট জাতীয় ঐকফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল এক প্রশ্নের জবাবে বলেন, ঐক্যকে আরও সুসংহত করে, সবার সঙ্গে আলাপ আলোচনা করে ঐকমত্যে আসতে হবে। সবাইকে নিয়ে নির্বাচনের যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে। দেশে যে ভয়াবহ পরিস্থিতি চলছে, তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ক্ষমতার মালিক হিসেবে জনগণকে শক্ত ভূমিকা রাখতে হবে। দেশকে বাঁচাতে হলে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে দলে তরুণ কর্মীদের যুক্ত করার কথা উল্লেখ করে ড. কামাল বলেন, ক্ষুদ্র কর্মী হিসেবে আমি দলের সঙ্গে থাকব।

সংবাদ সম্মেলেনে বক্তব্য দেন গণফোরামের সভাপতি মফিজুল ইসলাম খান কামাল, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। এ সময় দলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম