Logo
Logo
×

অন্যান্য

রাজনীতি ছাড়ার ঘোষণা ড. কামালের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৭:০৮ পিএম

রাজনীতি ছাড়ার ঘোষণা ড. কামালের

রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রবীণ রাজনীতিক ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘আমি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তথা, গণফোরামের সভাপতির পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিচ্ছি।’

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে দলের বিশেষ জাতীয় কাউন্সিলে তিনি এ ঘোষণা দেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দলের প্রতিষ্ঠালগ্ন থেকে আপনাদের নিয়ে পথ চলেছি। দেশের জাতীয় সমস্যা ও সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু আমার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় এখন আর সক্রিয়ভাবে সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।’

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রধান বিরোধী দল বিএনপিকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেন ড. কামাল। সেই নির্বাচনে সুবিধা করতে পারেনি তার নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট। ৩০ ডিসেম্বর নির্বাচনে ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত সাত প্রার্থী জয়লাভ করেন। পরে অবশ্য আরেকটি আসন পায় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি। ৩০ ডিসেম্বর অনিয়ম ও সংঘর্ষের কারণে স্থগিত হয়েছিল আসনটি (ব্রাহ্মণবাড়িয়া-২)।

উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম