Logo
Logo
×

অন্যান্য

দেশে আরেকটি নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৯:৫৩ পিএম

দেশে আরেকটি নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ

দেশে চলমান বিভিন্ন সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকারসহ সাত দফা দাবি জানিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন যুব সংগঠন ‘বাংলাদেশ যুব ফ্রন্ট’। 

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। 

সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ যুব ফ্রন্টের’ ১৯ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। যে কমিটি একটি সম্মেলন আয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে রাশেদ শাহরিয়ারকে। এছাড়া সদস্য হিসাবে রয়েছেন মোহাম্মদ আশরাফ, রেজাউর রহমান রানা, প্রেমানন্দ দাস, সাব্বির আহমেদ, জুয়েল আহমেদ, হাসিব মামুন, ফাল্গুনী বিশ্বাস, সায়েদুর রহমান লিংকন, অসীম তুহিন, মাজেদুল ইসলাম, সাফায়েত সাগর, প্রাচুর্য কান্তি প্রাজ্ঞ, সানজিদা তারিন, মিজানুর রহমান, দীপন মজুমদার, এএস লিটন, বিকাশ কুমার দাস, জুয়েল মিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাশেদ শাহরিয়ার বলেন, দেশের যুব সমাজের বর্তমান সংকটে আমরা উন্নত নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে যুব আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে একটি বিপ্লবী ধারার লড়াকু যুব সংগঠন নির্মাণের চেষ্টায় নিজেদের নিয়োজিত করেছি। সে লক্ষ্যে দেশের যুব সমাজের অধিকার আদায়ের হাতিয়ার হিসাবে ‘বাংলাদেশ যুব ফ্রন্ট’ গঠন করছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম