দেশবাসী, মুসলিম উম্মাহ এবং বিশ্বের শান্তিকামী মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দেশপ্রেম ও পরমত সহিষ্ণুতায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
মোস্তফা আমীর ফয়সল ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল ঢাকার বনানীতে বিশ্ব বেছালত মঞ্জিলে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে ফয়সল এ আহ্বান জানান।
জাকের পার্টির চেয়ারম্যান বলেন, ঈদুল ফিতরে সাম্য, ঐক্য ও বাঁধ ভাঙা খুশির যে তাগিদ রয়েছে, জাকের পার্টি সমাজের সর্বস্তরে তার প্রতিফলন চায়। স্নিগ্ধ প্রশান্তির বাংলাদেশ চায়।
সংগঠনটির উদ্যোগে আজ সারা দেশে ঈদুল ফিতরের চার শতাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির অব্যাহত উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতি-সৌভ্রাতৃত্ব এবং শান্তিকামী বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে সংগঠনের প্রতিষ্ঠাতা বিশ্বওলি হযরত মাওলানা শাহসুফি খাজা ফরিদপুরী (র.) ছাহেবের পবিত্র রওজা শরিফ জিয়ারত করা হয়।
একই ভাবে দেশ জুড়ে একযোগে সকাল ১০টায় অনুষ্ঠিত চার শতাধিক জামাতে শাহসুফি খাজা ফরিদপুরীর পবিত্র রওজা শরিফ জিয়ারত করা হয়েছে।