সরকার হটাতে বিএনপিপন্থী পেশাজীবীদের মানববন্ধন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৪:৪৪ পিএম
‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দমন-পীড়ন বন্ধ, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ সরকার পতনের ১০ দফা’ দাবি আদায়ে মানববন্ধন করেছে বিএনপিপন্থী বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর নটর ডেম কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বিএনপির যুগপৎ আন্দোলনে সমর্থন জানিয়ে পেশাজীবীরা এ মানববন্ধনের আয়োজন করেন।
এ সময় পেশাজীবী নেতারা বলেন, ‘সরকারকে হটাতে না পারলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়বে।’
মানববন্ধনে পেশাজীবী নেতাদের মধ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. লুৎফর রহমান, ড্যাব সভাপতি প্রফেসর ডা. হারুন আল রশিদ, অ্যাব সভাপতি কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, ড্যাবের মহাসচিব ডা. আব্দুস সালাম, সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, প্রফেসর ডা. সাহিদুর রহমান, প্রফেসর ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. মেহেদি হাসান, ডা. আবু নাসের, ডা. তালুকদার তরিকুল ইসলাম আয়াত, ডা. তোফাজ্জল হোসেন বকুল, ডা. এমরান, ডা. ওবায়দুল কবির, প্রফেসর ড. নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার একেএম জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ, ইঞ্জিনিয়ার আইনুল কবির, ইঞ্জিনিয়ার গোলাম রহমান রাজিব, ইঞ্জিনিয়ার নাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম রকি, সাংবাদিক সাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, এসএম রিয়েল রোমান, জেটেব সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম, ডিএ্যাব সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান সান্টু, ইঞ্জিনিয়ার সাখাওয়াত, ইঞ্জিনিয়ার এবিএম রুহুল আমিন আকন্দ, অ্যামট্যাবের হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন গাজীপুরে মানববন্ধনে নেতৃত্ব দেন।
সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী বলেন, ‘বর্তমান সরকারের আমলে পেশাজীবীরা সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছেন। ভিন্নমতের হাজার হাজার পেশাজীবীকে চাকরিচ্যুত করা হয়েছে। দলীয় বিবেচনায় যোগ্য অফিসারদের পদোন্নতি আটকিয়ে রাখা হয়েছে। বহু পেশাজীবীকে গুম ও খুন করা হয়েছে। শুধু এ সরকারের আমলে ৫৪জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। মামলা দিয়ে পেশাজীবীদের ঘর ছাড়া, বাড়ি ছাড়া করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা বহু অপেক্ষা করেছি। এ সরকার দিন দিন হিংস্র থেকে হিংস্রতর হচ্ছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আর বসে থাকলে চলবে না। পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে বাঁচা-মরার লড়াইয়ে শামিল হতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত প্রতিটি পেশাজীবী-বুদ্ধিজীবীদের ইস্পাত-দৃঢ় ঐক্য নিয়ে রাজপথে থাকতে হবে।’