Logo
Logo
×

সাহিত্য

অর্থহীন কর্ম

Icon

ময়নুল ইসলাম 

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ১২:৩১ এএম

অর্থহীন কর্ম

কি হয় একবার এদিকে মুখ তুলে তাকালে?
কি এমন হয়!
যদি সামনেই থাকো বসে, 
অযথা ওভাবে না থেকে আড়ালে?

কি হয় পাশে একটুখানি দাঁড়ালে!
থাকনা পরে হেঁসেলের কাজ, 
আমায় সামলে পরে করো ওসব অর্থহীন কর্ম
হাতে ঢের সময় থাকলে!

বোলো-কী এমন ক্ষতি?
আজ হতে আর চুলোয় আগুন না জ্বলুক,
মানুষ কী মরে যায়? পেটে 
দুটো ডাল-ভাত না জোটে যদি!

সময় স্বল্প, বিশ্বাস কি অনিশ্চিত দমে!
পুরো সপ্তাহ জুড়ে-শহরময় ঘুরে ঘুরে, 
কাটাই ভয়ে ভয়ে- এই বুঝি বড়ই অসময়ে 
করলো পাকড়াও এক নির্ভীক নিষ্ঠুর যমে!

কি হয় একদিন তুমি গা ঘেঁষে বসলে?
যাবেই তো দিন- যাচ্ছে যেমন... 
থাকুক কিছু স্মৃতি
এই যেমনটি এখন তুমি মিষ্টি করে হাসলে!

কি হয় সুবাসিত ঘরে আলোটুকু নিভালে?
কি এমন হয়-
যদি রাতে দেখি দিনের আলো! তুমি কেন 
অর্ধজীবন এইভাবে আড়ালে থেকেই হারালে?

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম