প্রতীকী ছবি
একসময় পুরো পৃথিবী যায় ঘুমিয়ে,
আমি শুধু তোমার প্রতীক্ষায় থাকি;
যখন পশ্চিমাকাশে ডুবে যায় রক্তিম সূর্য
থেমে যায় রথ, ফিরে যায় ঘরে সব প্রাণী-পাখি!
তখনও আমি তোমার প্রতীক্ষায় থাকি!
আমি অবলীলায় হয়ে যাই রক্তিম আকাশ
সাঁঝের আঁধারে, অকুল পাথারে
শিশির সিক্ত চোখের পাতা মেলে
সুপ্ত বাসনায় আমি বুক বেঁধে রাখি!
আমি একা বসে থাকি!
যখন কেউ থাকে না নির্জন বনে
আমি বৃক্ষ হয়ে, পাতা হয়ে, ছায়া দিয়ে
পরম মিত্র হয়ে গোলপাতার মতো
গভীর ভাবনায় তোমায় আগলে রাখি!
আমি তোমার প্রতীক্ষায় থাকি!
আমি কখনো পাথর হই কঠিন পৃথিবীতে
তোমার অ-ভালোবাসায় শাসাতে! তোমায়
ভাসাতে আমি হই নদী, আনন্দের ঝর্ণা হই আমি
সাঁঝের আলোয় তোমায় মনের মতো সাজাতে!
আমি প্রতীক্ষায় থাকি তোমায় প্রাণখুলে হাসাতে!
নির্জন দুপুরে যখন কেউ থাকে না ঘরে,
হয়ে যাই তোমার শরীরের ছায়া-বেশরম-বেহায়া;
আগলে রাখি তোমায়, প্রিয় নামে ডাকি বারবার
কেয়া-কামিনী-করবী নয়তো নয়নাভিরাম ডালিয়া!