প্রতীকী ছবি
মানুষ নিষ্ঠুর;
কথা নিয়ে, ফিরিয়ে না দেয়া অথবা ভুলে থাকা
আত্মভোলা প্রিয়তমার মতো!
মানুষ অকৃতজ্ঞ;
নির্জনে নিশ্চিত আসতে চেয়ে না আসা
ভীরু প্রিয়তমার মতো!
মানুষ হিংস্র-পাষন্ড;
দেখা দিয়ে, চিরতরে আড়ালে লুকানো
লাজুক প্রিয়তমার মতো!
মানুষ হতাশাচ্ছন্ন-নিরেট-মূর্খ;
আশা দিয়ে, মিথ্যে ভালোবাসায় অথবা
দুরাশায় ভাসানো প্রিয়তমার মতো!
মানুষ পরশ্রীকাতর এবং আত্মকেন্দ্রিক;
আপন গন্ডীতে ব্যস্ত থাকা
অপ্রিয় প্রিয়তমার মতো!
মানুষ বিস্মৃত কাকের মতো;
বাঁধ ভাঙা নিষ্ঠুর ঢেউয়ের মতো,
ঝড়ের মতো, একটা মন অথবা স্বপ্ন হন্তারকের মতো!
মানুষ শুধু ক্ষণিকের জন্য
কখনো কখনো শান্ত-স্নিগ্ধ-সুন্দর! একজন
একান্ত বাধ্যানুগত প্রাণপ্রিয় প্রিয়তমার মতো!