Logo
Logo
×

সাহিত্য

তোমার অভিমানে

Icon

ময়নুল ইসলাম 

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ১০:৩৭ এএম

তোমার অভিমানে

প্রতীকী ছবি

তুমি রাগ করলে-
আমার হৃদয়ের-
অনেক গভীরে অদ্ভুত রকমের এক-
আনন্দানুভূতি কিলবিল করে!

ভালো লাগে ভেবে,
আমার হৃদয়ের মুখাপেক্ষী হয়ে-
কেউ প্রতীক্ষার প্রহর গোনে!
ভাবনার সুতোয় পরিশ্রমী মাকড়সার মতো-
নিভৃতে গৃহকোণে ভালোলাগার জাল বুনে বুনে!

তোমার অভিমানে,
নিশফিস করে আমার বাহুবন্ধনী;
ওষ্ঠদ্বয় ফরকায় উচ্ছসিত ফড়িঙের- 
এলোপাতাড়ি ওড়ার আনন্দে!

আমার মনে হয়,
নিঃসঙ্গ চৈত্রের দুপুরে, উষ্ণতার অনুসন্ধানে-
বিদগ্ধ এক মরুভূমি কাতর কণ্ঠে করে আহাজারি,
বিলম্বিত জলবর্ষণের দায়ে দোষী- 
উদাসী মেঘমালার কাছে!

তুমি-
তুমি তুমি তুমি করে শাসন করলে,
আমার সমস্ত দিনের ক্লান্তি দূরীভূত হয়ে-
একটি অশ্বথ গাছের নির্মল ছায়ায় বসিয়ে,
মোহাবিষ্ট করে সুখের কবরে শায়িত করে!

মনে হয়,
ভালোবাসার সফেদ কাফনের কাপড়ে-
আপাদমস্তক মোড়ানো একটি অতৃপ্ত দেহ-মন,
চেনা বুকের জমিনে অচেনা প্রেমের মাটিচাপায়- 
হাপিত্যেশ করতে করতে চীরতরে ঘুমিয়ে পড়ে!

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম