
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৬:২৬ এএম
কিয়েভে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ: দেখুন ছবিতে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৭:৫৭ পিএম

ইউক্রেনের যুদ্ধবন্দিদের মুক্তির দাবিতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভে অংশ নিয়েছেন তাদের আত্মীয়-স্বজন। ছবি: দ্য গার্ডিয়ান

বিক্ষোভে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অংশ নেন তারা। ছবি: দ্য গার্ডিয়ান

প্ল্যাকার্ডগুলো রাশিয়াবিরোধী নানা লেখায় ভরা ছিল। ছবি: দ্য গার্ডিয়ান
আরও পড়ুন
ইউক্রেনের যুদ্ধবন্দিদের মুক্ত করার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ এবং রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধে যে কোনো চুক্তিতে দেশটিকে অন্তর্ভুক্ত করার দাবিতে বৃহস্পতিবার কিয়েভে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা।
রয়টার্স বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনা এবং ইউক্রেনে মার্কিন সহায়তা বন্ধ করার আগপর্যন্ত যুক্তরাষ্ট্রই ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক ছিল।