জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনতার ঢল: দেখুন ছবিতে

যুগান্তর ছবি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৩ পিএম

দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে এসেছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আগত নেতাকর্মী ও সমর্থকরা স্লোগানে মুখর করে তুলেছিলেন মানিক মিয়া এভিনিউ এলাকা।

কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল জাতীয় নাগরিক কমিটির মঞ্চের আশপাশের এলাকা।

অনুষ্ঠানের শুরুতে দুটি ডকুমেন্টারি প্রর্দশনী করা হয়।

নতুন এ দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মঞ্চে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। তবে সেই মঞ্চে কোনো চেয়ার ছিল না।