
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পিএম
‘পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৬:২১ পিএম

আরও পড়ুন
পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই বলে জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক। তিনি মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। খবর জিও নিউজের।
আয়াজ সাদিক ওই বিবৃতিতে আরও বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যাপারেও মার্কিন আইনপ্রণেতারা কোনো মন্তব্য করেননি।
পাকিস্তান মিনারেল ফোরাম-২০২৫ এর সাইডলাইনে মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে পাকিস্তান সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের একটি বৈঠক হয়।
পিটিআই চেয়ারম্যান গহর আলি খান অভিযোগ করেছেন, দলটিকে বৈঠকে আমন্ত্রণ করা হয়নি। তার অভিযোগের পরই এ বিবৃতিটি প্রকাশ করেন স্পিকার।
বিবৃতিতে তিনি গহরের অভিযোগ খণ্ডন করে বলেন, পিটিআই চিফ হুইপ আমির দোগারকে আমন্ত্রণ করা হয়েছিল।
এর আগে সোমবার গহর আলি খান অভিযোগ করেন, সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের বৈঠকের ব্যাপারে কোনো নোটিশ, আমন্ত্রণপত্র বা কোনো হোয়াটসঅ্যাপ ম্যাসেজ দলটিকে পাঠানো হয়নি।
পিটিআইকে আমন্ত্রণ না করায় দলটির সিনিয়র নেতা এবং সিনেটের বিরোধী নেতা সাইয়্যেদ শিবলি ফারাজও ক্ষোভ প্রকাশ করেছেন।
পিটিআই নেতা আতিফ খান ও ড. আমজাদ ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আতিফ বলেন, সেখানে ইমরান খানের মুক্তির ব্যাপারে কোনো আলোচনা হয়নি।
তিনি আরও বলেন, আমাকে বলা হয়েছিল, পিটিআই নেতা গহর আলি খান ও ওমার আইয়ুবও সেখানে আমন্ত্রিত ছিলেন। তবে তারা সত্যিই আমন্ত্রণ পেয়েছেন কিনা আমি নিশ্চিত না। সেখানে দলগুলো নানা সমস্যা নিয়ে আলোচনা করেছে।