
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ১২:১৭ এএম
পিটিআই নেতাদের প্রকাশ্যে বিবাদ থেকে বিরত থাকার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:৪৭ পিএম

আরও পড়ুন
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ব্যারিস্টার গওহর দলের সিনিয়র নেতাদের উদ্দেশে প্রকাশ্যে পারস্পরিক বিরোধিতা না করার নির্দেশ দিয়েছেন। দলের অভ্যন্তরে দ্বন্দ্ব ও মতপার্থক্যের খবর প্রকাশে আসার পর তিনি এই পদক্ষেপ নেন বলে জানিয়েছে এআরওয়াই নিউজ।
দলীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ব্যারিস্টার গৌহার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলী আমিন গণ্ডাপুর, আসাদ কায়সার ও তৈমুর ঝাগড়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং তাদের বলেন, একে অপরের বিরুদ্ধে কোনো মন্তব্য যেন প্রকাশ্যে না আসে।
পিটিআই চেয়ারম্যান দলীয় নেতাদের উদ্দেশে স্পষ্টভাবে বলেন, ভবিষ্যতে আর কোনো মতপার্থক্য গণমাধ্যমে বা জনসম্মুখে তুলে ধরা যাবে না। দলীয় সকল বিষয় দলীয় কাঠামোর মধ্যেই নিষ্পত্তি করতে হবে।
সূত্র জানায়, গওহর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আলী আমিন গাণ্ডাপুরের সাম্প্রতিক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই বিষয়ে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন।
এর আগে জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার একটি বিবৃতিতে বলেন, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গাণ্ডাপুর যে বক্তব্য দিয়েছেন, তা ইমরান খানের দর্শনের সঙ্গে সাংঘর্ষিক। তিনি দাবি করেন, এ বিষয়ে দলের উচ্চপর্যায়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।
আসাদ কায়সার আরও বলেন, ইমরান খান বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতিতে রয়েছেন, সেখানে নেতাদের এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত। দলকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ইমরান খান ও তার সহযোগীদের মুক্তির সংগ্রামে।
তিনি আলী আমিন গাণ্ডাপুরকে পরামর্শ দেন, যেন তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মনোযোগ দেন এবং দলের বৃহত্তর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করেন।
প্রসঙ্গত, এর একদিন আগেই আলী আমিন গাণ্ডাপুর ইসলামাবাদের খাইবার পাখতুনখোয়া হাউসে এক সংবাদ সম্মেলনে বলেন, আফগান নাগরিক প্রত্যাবাসন নিয়ে প্রাদেশিক সরকারের নীতিমালা স্পষ্ট—তাদের মর্যাদার সঙ্গে, স্থানীয় রীতিনীতির ভিত্তিতে, পাঠানো হবে। কোনোভাবেই তাদের অবমাননার মাধ্যমে ফেরত পাঠানো হবে না।
তিনি আরও বলেন, অস্ত্রধারী কার্যকলাপের সঙ্গে যারা জড়িত, তাদের মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের বর্তমান নীতির বিরোধিতা করেন তিনি।