
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৯:০১ পিএম
পাসপোর্ট ইনডেক্স ২০২৫: বিশ্বের অন্যতম দুর্বল পাসপোর্ট পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ পিএম
-67f0fe695c2e6.jpg)
আরও পড়ুন
বিশ্বব্যাপী পাসপোর্টের শক্তিমত্তা নিয়ে প্রকাশিত নোম্যাড পাসপোর্ট ইনডেক্স ২০২৫-এ পাকিস্তান একেবারে নিচের দিকের দেশগুলোর তালিকায় স্থান পেয়েছে। ১৯৯টি দেশের ওপর করা এই জরিপে পাকিস্তানের অবস্থান ১৯৫তম।
এই সূচকে দেশগুলোর পাসপোর্টকে মূল্যায়ন করা হয়েছে ভিসা-ফ্রি ভ্রমণ সুবিধা, করনীতি, আন্তর্জাতিক ভাবমূর্তি, দ্বৈত নাগরিকত্বের সুযোগ এবং ব্যক্তি স্বাধীনতার মতো বিষয় বিবেচনায় রেখে।
শীর্ষ পাসপোর্টগুলোর তালিকায় প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছে আয়ারল্যান্ড। দেশটির নমনীয় নাগরিকত্ব আইন, ব্যবসাবান্ধব করনীতি এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এই সাফল্যে ভূমিকা রেখেছে। শীর্ষ দশের মধ্যে নয়টি ইউরোপীয় দেশ, একমাত্র ব্যতিক্রম সংযুক্ত আরব আমিরাত এবং নিউজিল্যান্ড।
তবে সিঙ্গাপুর ও জাপান ভিসা-ফ্রি প্রবেশাধিকারে এগিয়ে থাকলেও কঠোর দ্বৈত নাগরিকত্ব আইন এবং ব্যক্তি স্বাধীনতার সীমাবদ্ধতার কারণে তালিকায় পিছিয়ে পড়েছে।
২০২৫ সালের শীর্ষ দশ পাসপোর্ট:
র্যাংক – দেশ
১ – আয়ারল্যান্ড
২ – সুইজারল্যান্ড
৩ – গ্রিস
৪ – পর্তুগাল
৫ – মাল্টা
৬ – ইতালি
৭ – লুক্সেমবার্গ
৮ – ফিনল্যান্ড
৯ – নরওয়ে
১০ – সংযুক্ত আরব আমিরাত
সবচেয়ে দুর্বল পাসপোর্টের তালিকা (২০২৫):
র্যাংক – দেশ
১৯৯ – আফগানিস্তান
১৯৮ – ইয়েমেন
১৯৭ – ইরিত্রিয়া
১৯৬ – ইরাক
১৯৫ – পাকিস্তান
১৯৪ – সিরিয়া
১৯৩ – সোমালিয়া
১৯২ – উত্তর কোরিয়া
১৯১ – লিবিয়া
১৯০ – ফিলিস্তিনি ভূখণ্ড
পাকিস্তানের পাসপোর্ট দুর্বল হওয়ার পেছনে রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা ঝুঁকি, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনকে দায়ী করেছে নোম্যাড পাসপোর্ট ইনডেক্স। এছাড়া দেশটির সীমিত দ্বৈত নাগরিকত্বের সুযোগ, উচ্চ করহার এবং দুর্বল বৈশ্বিক ভাবমূর্তিও এর অবস্থানকে খারাপ করেছে।
পাকিস্তানের পাসপোর্ট স্কোর মাত্র ৩২, যা দিয়ে ভিসা-ফ্রি প্রবেশাধিকার রয়েছে মাত্র ৯টি দেশে, ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাওয়া যায় ৩৩টি দেশে, এবং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) পাওয়া যায় ৪টি দেশে।
বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান সরকার যদি ভ্রমণ স্বাধীনতা বাড়াতে চায়, তাহলে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থার সংস্কার এবং করনীতিতে পরিবর্তন আনাই এখন জরুরি।