
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৯:০১ পিএম
আফগান শরণার্থীদের জোর করে ফেরত পাঠানো হবে না: গান্ডাপুর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পিএম
-67f0facf40ac5.jpg)
আরও পড়ুন
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুর জানিয়েছেন, আফগান শরণার্থীদের জোর করে দেশে ফেরত পাঠানো হবে না বা সীমান্তে ফেলে দেওয়া হবে না।
আফগান শরণার্থীদের ঘিরে কেন্দ্রের কঠোর অবস্থানের বিরোধিতা করে গান্ডাপুর বলেন, ‘আমরা দেখতে চাই, কেন তারা অস্ত্র তুলে নিয়েছে। তারা আমাদেরই লোক, আমাদের উচিত তাদের নিজের হিসেবে গ্রহণ করা।’
তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের সমাধান আমাদের আছে।’ তবে শরণার্থীদের দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘আফগান সরকার রাজি না হলে আমরা কাউকে ফেরত পাঠাব না।’
তিনি আরও জানান, আফগানিস্তানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে চায় পিটিআই পরিচালিত প্রাদেশিক সরকার। ‘‘আমরা কারও ওপর চাপ প্রয়োগ করব না।’’
পিটিআই প্রতিষ্ঠাতাকে নিয়ে মতপার্থক্য
গান্ডাপুর দাবি করেন, পিটিআই’র প্রতিষ্ঠাতা (ইমরান খান) তাকে কোনও আলোচনার জন্য বলেননি, তিনি নিজ উদ্যোগেই চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, ‘দলের প্রতিষ্ঠাতাকে আমি সব কিছু জানাই না। তবে আমি তার লড়াই চালিয়ে যাচ্ছি এবং যা পারি করব।’
এদিকে, পিটিআই নেতা ও সাবেক স্পিকার আসাদ কায়সার গান্ডাপুরের সাম্প্রতিক বক্তব্যের ব্যাখ্যা চেয়ে দলীয় নেতৃত্বের কাছে তদন্ত দাবি করেছেন। তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতার মুক্তির দিকেই গান্ডাপুরের মনোযোগ কেন্দ্রীভূত থাকা উচিত।
এনএফসি ইস্যুতে হুঁশিয়ারি
গান্ডাপুর আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, খাইবার পাখতুনখোয়াকে জাতীয় অর্থ কমিশনের (এনএফসি) ন্যায্য হিস্যা না দিলে জনগণ, পুলিশ ও প্রশাসনকে সঙ্গে নিয়ে আবারও রাস্তায় নামা হবে।