Logo
Logo
×

আন্তর্জাতিক

বিদেশি সিম ব্যবহার করে পাকিস্তানে বাড়ছে অপরাধ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম

বিদেশি সিম ব্যবহার করে পাকিস্তানে বাড়ছে অপরাধ

বিদেশি সিম কার্ড ব্যবহার করে পাকিস্তানে অপরাধের মাত্রা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তান ও ইরান থেকে আসা এসব সিম আর্থিক জালিয়াতি, অবৈধ চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে।  

পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এসব সিমের অধিকাংশই উপসারগীয় দেশ যেমন আফগানিস্তান এবং ইরান থেকে পাকিস্তানে প্রবেশ করেছে।

এসব সিম বিভিন্ন আর্থিক জালিয়াতি যেমন- ভুয়া লটারি, ব্যাংক কেলেংকারি, ভুয়া খবর প্রচার, সীমান্তে অবৈধ চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছে। যা দেশটির জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক ব্যবস্থাসহ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি করেছে। 

অবৈধ কাজে পাকিস্তানের অভ্যন্তরে বিদেশি সিম ব্যবহারের কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, ভারত, আফগানিস্তান ও ইরানের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সীমান্ত থাকায় সীমান্ত পারাপারের রাস্তাগুলো নিয়ন্ত্রণ করা কঠিন। 

সেই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও বিদেশ ভ্রমনকারীদের মাধ্যমে বহু পরিমানে বিদেশি সিম দেশে প্রবেশ করে এবং শেষপর্যন্ত এগুলো খোলা বাজারে বিক্রি হয়। 

এ ছাড়া পাকিস্তানে দেশীয় সিম নিবন্ধনের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি থাকলেও বিদেশি সিমের নীতিমালা ভিন্ন হওয়ায় বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে এসব সিম কার্ড নজরদারিতে আনার সুযোগ নেই। যার ফলে অপরাধকারীরা অতি সহজেই এসব সিম কার্ড ব্যবহার করে পাকিস্তানে অপরাধ করার সুযোগ পাচ্ছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম