Logo
Logo
×

আন্তর্জাতিক

এক মাসের সফরে পাকিস্তানে জাকির নায়েক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১১:৩৭ এএম

এক মাসের সফরে পাকিস্তানে জাকির নায়েক

জনপ্রিয় ধর্মপ্রচারক ও বিশ্লেষক ডা. জাকির নায়েক সোমবার এক মাসের সফরে পাকিস্তানে পৌঁছেছেন। এ সময়ে করাচি, ইসলামাবাদ এবং লাহোরসহ দেশটির প্রধান শহরগুলোতে বেশ কয়েকটি সেমিনারে অংশ নেবেন তিনি। 

গত তিন দশকের মধ্যে এটি জাকির নায়েকের প্রথম পাকিস্তান সফর। শেষবারের মতো তিনি ১৯৯২ সালে ভারতে ফিরে আসার আগে লাহোরে ধর্মীয় পণ্ডিত ডা. ইসরার আহমেদের সঙ্গে দেখা করেছিলেন।

নিজ দেশ ভারতে আইনি জটিলতার কারণে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন এই ধর্মপ্রচারক।

জাকির নায়েক পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং প্রধানমন্ত্রীর সহযোগী রানা মাশহুদ তাকে স্বাগত জানান।

আসছে ৫ অক্টোবর করাচি থেকে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। ১২ অক্টোবর লাহোরে এবং ১৯ অক্টোবর ইসলামাবাদেও বক্তব্য রাখবেন এই ধর্মপ্রচারক।

প্রকাশ্য অনুষ্ঠানের পাশাপাশি তিনি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন জনসংযোগে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে, কারণ তার এ সফর ২৮ অক্টোবর পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে।

ডা. নায়েক সরকারের আমন্ত্রণে পাকিস্তান সফর করছেন এবং তার মাসব্যাপী অবস্থানকালে তাকে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম