Logo
Logo
×

আন্তর্জাতিক

মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন

প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমরান খানের যত অভিযোগ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০ পিএম

প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমরান খানের যত অভিযোগ

ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান দেশটির প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন। সেই সঙ্গে তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

শুক্রবার আদিয়ালা কারাগারে গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে কথোপকথনের সময় ইমরান খান বলেন, ‘পাকিস্তানের প্রধান বিচারপতি যেভাবে আচরণ করছেন, বিশ্বের কোনো প্রধান বিচারপতি এমন আচরণ করেননি। আমার কাছে মনে হয় না তিনি মানসিকভাবে সুস্থ।’

পিটিআইয়ের নির্বাচনি প্রতীক ছিনিয়ে নেওয়ার রায়টিও পক্ষপাতমূলক ছিল বলে দাবি করেছেন ইমরান খান। কারণ হিসেবে তিনি বলেন, ‘সংরক্ষিত আসনের মামলায় সুপ্রিম কোর্টের রায় আমাদের অবস্থানকে প্রমাণ করেছে।’ এছাড়াও ইমরানের অভিযোগ, ‘সিজেপি নির্বাচনি জালিয়াতি করেছেন এবং এখন পিটিআইকে তার আসন থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন।’

ইমরান খান আরও অভিযোগ এনে বলেন, ‘সিজেপি তার মেয়াদ বাড়ানোর জন্য পিটিআইকে পিষ্ট করার চেষ্টা করছেন। প্রধান বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনার তাদের মেয়াদ বাড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছেন। তারা ক্ষমতা বজায় রাখার জন্য গণতন্ত্র এবং আইনের শাসনকে ধ্বংস করছেন।’

পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের স্বার্থে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান ইমরান খান। 

তিনি বলেন, ‘দেশে নৈতিক পতন চলছে, এবং প্রতিষ্ঠানগুলি ভেঙে ফেলা হচ্ছে। প্রতিবাদের জন্য তারা আমাদেরকে কখনই অনুমতি দেবে না। শহরের বাইরে রাস্তা অবরোধ করে আমাদেরকে সন্ধ্যা ৬টার মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। দেশের স্বার্থে জাতিকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম