Logo
Logo
×

পাকিস্তান

পাকিস্তানে আসল ক্ষমতা থাকে সেনাবাহিনীর হাতে: এমকিউএম নেতা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ পিএম

পাকিস্তানে আসল ক্ষমতা থাকে সেনাবাহিনীর হাতে: এমকিউএম নেতা

সামরিক বাহিনীর সমালোচনায় বরাবরই সরব পাকিস্তানের মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন। এবার দেশটির সংসদ স্বায়ত্তশাসিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।  

আলতাফ হোসেন জোর দিয়ে বলেন, পাকিস্তানে পার্লামেন্টের কোনো মর্যাদা নেই। আসল ক্ষমতা থাকে সেনাবাহিনীর হাতে। বিচার বিভাগেরও স্বাধীনতা নেই, এখানে সামরিক বাহিনীই একমাত্র কর্তৃপক্ষ। মানুষের ওপর অন্যায়ভাবে যারা জুলুম করছে এমন শক্তির বিরুদ্ধে লড়াই অপরিহার্য। 

সম্প্রতি লন্ডনে নিজের ৭১তম জন্মদিনের অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। উত্তর লন্ডনের বার্ন্ট ওকের স্থানীয় একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, ব্র্যাডফোর্ড, লিসেস্টার, ব্রাইটনসহ বিভিন্ন অন্যান্য শহর থেকে শত শত মানুষ অংশ নিয়েছিল।

আলতাফ হুসেন যুক্তরাজ্যে নির্বাসনে থাকলেও পাকিস্তান ও উপমহাদেশের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি ও অবস্থা নিয়ে নিয়মিত বক্তব্য ও বিবৃতি প্রদান করেন। ১৯৮৪ সালে এমকিউএম প্রতিষ্ঠিত হয়। মূলত ১৯৪৭ সালে দেশভাগের সময় ভারত থেকে পাকিস্তানে যাওয়া উর্দুভাষী বা মুহাজিরদের নিয়ে দলটি গঠিত হয়। 

এই মুহাজির নেতা বলেন, পাকিস্তানে পাঞ্জাবি, পাখতুন, বেলুচ, সিন্ধি, সেরাইকি বা মুহাজিরের মতো জাতিগত পটভূমির অস্তিত্ব অস্বীকার করা বাস্তবতাকে অস্বীকার করার শামিল।এই পরিচয় একটি প্রাকৃতিক সত্য, মানষের বানানো নয়।  আর তা অস্বীকার করা আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করার শামিল। জাতির অস্তিত্ব আত্মপরিচয়ের খাতিরে, কিন্তু এটি নিয়ে কখনোই ঘৃণা লালন করা উচিত নয়।    

এ সময় পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনেও কথা বলেন আলতাফ হুসেন।   

তিনি বলেন, তারা ইমরান খানকে বিশ্বাসঘাতক এবং ইহুদি এজেন্ট বলে অভিযুক্ত করেছিল। তবে পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার (কেপি) জনগণ ইমরান খানকে বিশ্বাসঘাতক এবং ইহুদি এজেন্ট হিসাবে গ্রহণ করতে অস্বীকার করেছে।  কারণ তাদের মনে এটি বদ্ধমূল ছিল যে, পাঞ্জাবি এবং পাঠানরা বিশ্বাসঘাতক হতে পারে না।  

আলতাফ আরও বলেন, মূলত ৮০ শতাংশ পাঞ্জাবি এবং ২০ শতাংশ পশতুন দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর গঠন করা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম