পাকিস্তানের প্রধান বিচারপতিকে নিয়ে মরিয়মের বিস্ফোরক মন্তব্য
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ০৭:৫৯ পিএম
![পাকিস্তানের প্রধান বিচারপতিকে নিয়ে মরিয়মের বিস্ফোরক মন্তব্য](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/04/05/image-662453-1680703181.jpg)
ফাইল ছবি
পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বন্দিয়াল সংসদ সদস্যদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। ‘পাঞ্জাব নির্বাচন বিলম্বিত’ মামলার শুনানির সময় তিনি তাদের নিয়ে কটাক্ষ করেন।
এর জের ধরে গত বুধবার রাওয়ালপিন্ডিতে আইনজীবীদের সম্মেলনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ সিজেপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।
মরিয়ম নওয়াজ বলেন, যখন সংসদ সদস্যরা আইন ও সংবিধান নিয়ে কথা বলছিলেন, আপনি (সিজেপি) তাদের কটূক্তি করেন। আপনি কি জানেন একটি আদর্শের জন্য জেলে যাওয়া কতটা গর্বের বিষয়?’
সিজেপির বক্তব্যকে কেন্দ্র করে মরিয়ম আরও বলেন, জাতীয় পরিষদের বক্তব্যদানকারী কিছু সংসদ সদস্য জেলের সাজা ভোগ করেছেন এবং অতীতে তাদের বিশ্বাসঘাতক বলে ঘোষণা করা হয়েছিল।
তিনি বলেন, ‘আজ, যখন আপনি সংসদে যান, আপনি এমন লোকদের দেখতে পান; যারা গতকাল পর্যন্ত বন্দি ছিল, দেশদ্রোহী ঘোষণা করা হয়েছিল তাদের। তারা এখন জাতীয় পরিষদের কথা বলছেন; তাদের সম্মান করা হচ্ছে কারণ তারা জনগণের প্রতিনিধি।’
পাকিস্তানের প্রধান বিচারপতিকে নিয়ে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও সমালোচনা করেছেন।
তিনি বলেন, এটি তার জন্য গর্বের বিষয় যে, উচ্চ আদালত মিথ্যা ও বানোয়াট মামলা থেকে তাকে মুক্তি দিয়েছেন।
‘সংবিধানে আমাদের মতামত সংসদে প্রকাশ করার অধিকার আছে’ -যোগ করেন শেহবাজ শরীফ।
‘নির্বাচন বিলম্বের মামলার’ শুনানির সময় প্রধান বিচারপতি আবেগপ্রবণ হয়েছিলেন উল্লেখ করে মরিয়ম বলেন, ‘আমি পাঁচ মাস আদিয়ালা জেলে এবং পাঁচ মাস এনএবি (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো) হেফাজতে কাটিয়েছি। তখন তার আবেগপ্রবণ হওয়া উচিত ছিল।