Logo
Logo
×

বাতায়ন

স্মরণ: নিকোলাস কোপার্নিকাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্মরণ: নিকোলাস কোপার্নিকাস

ছবি: সংগৃহীত

বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস ১৪৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি রয়েল প্রুশিয়ায় জন্মগ্রহণ করেন, যা ১৪৬৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত পোল্যান্ড সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তিনি একাধারে গণিতবিদ, জ্যোতির্বিদ, পদার্থবিদ, আধুনিক পণ্ডিত, অনুবাদক, গভর্নর কূটনীতিক ও অর্থনীতিবিদ ছিলেন। তিনি সর্বপ্রথম আধুনিক সূর্যকেন্দ্রিক সৌরজগতের মতবাদ প্রদান করেন; যেখানে তিনি পৃথিবী নয়, বরং সূর্যকে সৌরজগতের মূলকেন্দ্র হিসাবে উল্লেখ করেন। মৃত্যুর কিছুদিন আগে তার বিখ্যাত বই ‘দ্য রেভলিউসনিবাস অরবিয়াম কোয়েলেস্তিয়াম’ প্রকাশিত হয়। বইটি বিজ্ঞানের ইতিহাসে বড় একটি ভূমিকা পালন করে। কোপার্নিকাস ১৫৪৩ সালের ২৪ মে মৃত্যুবরণ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম