
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০২:২৩ এএম
নিজেকে ‘ইহুদিবাদী’ ঘোষণা করলেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১০:০৮ এএম

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি: সংগৃহীত
আরও পড়ুন
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে নিজেকে ‘ইহুদিবাদী’ ঘোষণা করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, কানাডার কারোরই নিজেকে ‘ইহুদিবাদী’ হিসেবে চিহ্নিত করতে ভয় পাওয়া উচিত নয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় ইহুদি-বিদ্বেষীতা মোকাবিলা ফোরামে এক বক্তৃতায় ট্রুডো এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।
জাস্টিন ট্রুডো বলেন, ‘ইহুদিবাদী’ শব্দটি ‘ইহুদি জনগণের অধিকারে বিশ্বাসী’।
তিনি বলেন, ‘ক্রমবর্ধমান ইহুদি-বিদ্বেষের প্রতি ক্রমবর্ধমান সাধারণ উদাসীনতা বা এমনকি যুক্তিসঙ্গতীকরণ স্বাভাবিক নয়। ’
কানাডার এ প্রধানমন্ত্রীর দাবি, ‘জায়োনিস্ট’ শব্দটি ক্রমবর্ধমানভাবে একটি নিন্দনীয় বিষয় হিসেবে প্রচার করা হচ্ছে। যদিও এর অর্থ: ইহুদি জনগণের, সকল মানুষের মতো, তাদের নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণের অধিকারে বিশ্বাস করা।
এরপরই ট্রুডো নিজেকে ‘জায়োনিস্ট’ (ইহুদিবাদী) হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বলেন, কানাডার কারোরই নিজেকে ‘জায়োনিস্ট’ বলতে ভয় পাওয়া উচিত নয়। আমি একজন ‘জায়োনিস্ট’।