মেক্সিকোয় প্রথম নারী প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ক্লডিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১২:৪২ পিএম
মেক্সিকোয় প্রথম নারী প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ক্লডিয়া
একটি স্বাধীন জাতি হিসেবে দেশের ২০০ বছরেরও বেশি সময়ের ইতিহাসে মেক্সিকোতে প্রথম নারী হিসেবে শপথ নিয়েছেন ক্লডিয়া শিনবাউম নামে একজন ইহুদি নারী। শপথের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছয় বছরের মেয়াদের দায়িত্ব নিয়েছেন তিনি।
মঙ্গলবার তার শপথ পড়ানো হয়। এরই মাধ্যমে মেক্সিকোতে নারীদের ভোটের অধিকার পথ এক ধাপ এগিয়ে গেল। ৭০ বছর বয়সী ক্লডিয়া শিনবাউম সাবেক জলবায়ু বিজ্ঞানী, মেক্সিকো সিটির মেয়র শিনবাউম গত জুনের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হন।
তিনি তার পরামর্শদাতা আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের স্থলভিষিক্ত হন, যিনি বিশ্বের বৃহত্তম স্প্যানিসভাষীদের প্রেসিডেন্ট ও মার্কিন শীর্ষ ব্যবসায়িক অংশীদার।
বামপন্থি শিনবাউম তার পূর্বসূরির ধারাবাহিকতা অব্যাহত রাখার শপথ নিয়ে প্রচারণা চালান এবং এ জয়কে অনেকেই লোপেজ এবং তার শুরু করা পার্টির প্রতি আস্থার সুস্পষ্ট ভোট হিসেবে দেখছেন।
ক্লডিয়া বলেন, আমি একা নই, মেক্সিকোর সমস্ত নারী আমার সঙ্গে আছেন।
তিনি বলেন, আমি একজন মা, দাদী, বিজ্ঞানী এবং একজন বিশ্বাসী নারী। আজ থেকে মেক্সিকোর জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে। আমি তোমাদের হতাশ করব না।
সূত্র: আনাদোলু