Logo
Logo
×

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কানাডা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১০:৫১ এএম

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কানাডা

ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে বৃহস্পতিবার রাতে কেঁপে উঠেছে উত্তর আমেরিকার দেশ কানাডা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির ভ্যাঙ্কুভার দ্বীপের টোফিনো উপকূলে। যার মাত্র ছিল রিখটার স্কেল অনুযায়ী ৬ দশমিক ৫। বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

শক্তিশালী এই ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। আশার কথা ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার কানাডার টোফিনোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরতায় আঘাত হানে। 

চলতি বছর এ নিয়ে দ্বিতীয় দফায় ভূমিকম্প আঘাত হানল দেশটিতে। এর আগে গত এপ্রিল মাসে কানাডায় ৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল। যদিও সেই ভূমিকম্পে তেমন কোনো ক্ষতি হয়নি দেশটিতে। তবে ক্ষতি না হলেও সাম্প্রতিক সময়ে একের পর এক ভূমিকম্প ভাবিয়ে তুলছে কানাডাকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম