Logo
Logo
×

জাতীয়

পাচারকারীরা শয়তানের মতো ধরা মুশকিল: দুদক কমিশনার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১১:০১ পিএম

পাচারকারীরা শয়তানের মতো ধরা মুশকিল: দুদক কমিশনার

দেশের টাকা যারা বাইরে পাচার করেন এবং করছেন তাদেরকের শয়তানের সঙ্গে তুলনা করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন, ‘টাকা পাচারকারীরা হচ্ছে শয়তানের মতো, তাদের ধরা খুব মুশকিল।’ বুধবার বিকালে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় কমিশনের সার্বিক কর্মকাণ্ড ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের অনুসন্ধানের অগ্রগতি নিয়েও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

তিনি আরও বলেন, শয়তান শিরা-উপশিরায় যায় তাকে দেখা যায় না। শয়তানের কর্মকাণ্ড, দুর্ভোগ মানুষ ভোগ করে। টাকা পাচারকারীরাও শয়তানের মতো। পাচারকারীদের জন্য সাধারণ মানুষ দুর্ভোগ পোহায়। তবে তাদের যদি কোনো ভাবে ধরতে পারি আমরা ছাড় দেব না।

পাচার হওয়া অর্থ ফেরাতে গঠিত ট্রাস্কফোর্সের কাজের অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দুদক চেয়ারম্যান নিয়মিত যোগাযোগ রাখছেন। দুদকের একার পক্ষে অর্থ ফেরত আনা সম্ভব নয়। আন্তর্জাতিক অনেক সংস্থা এর সঙ্গে যুক্ত। বিভিন্ন এজেন্সির সঙ্গে আমরা যোগাযোগ করছি।

তবে পাচার হওয়া টাকা ফেরত আনতে যত ধরনের আইনি প্রক্রিয়া আছে সবগুলোই আমরা গ্রহণ করব, এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।

এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের চলমান দুর্নীতির অনুসন্ধান সম্পর্কে জানতে চাইলে দুদকের কমিশনার বলেন, যেগুলো চার্জশিট হওয়ার সেগুলোর চার্জশিট অনেক আগে হয়ে গেছে। বাকি যেগুলো অনুসন্ধান চলছে সেগুলো আমাদের কাছে আসেনি।

টিউলিপ সিদ্দিকীর বিষয়ে এই কমিশনার বলেন, তিনি (টিউলিপ সিদ্দিককে) বাংলাদেশের আদালতে এসে নিজেকে ডিফেন্ড করবেন। না এলেও আদালতে টিউলিপ সিদ্দিকীর বিচার চলবে।

দুদকের পক্ষ থেকে টিউলিপ সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তার নির্ধারিত ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। তার তো ঠিকানা আছে একটা। ইতোমধ্যে সেখানে নোটিশ গেছে। কেউ রিসিভ করেছে কিনা এটা জানি না।

দুর্নীতি দমন কমিশন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম