Logo
Logo
×

জাতীয়

সারা দেশে গ্রেফতার ১৬১০ আসামি

ঢাকায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মী গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০১:৫৩ এএম

ঢাকায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মী গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে সারা দেশে বিশেষ অভিযানে ১৬১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

ডিএমপি জানায়, ঢাকায় গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন থানায় করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে সূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে যুবলীগের সহসম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েলকে গ্রেফতার করা হয়। একই সময়ে কাফরুল থানা এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মো. ফয়সাল হোসেন রকিকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগ।

মতিঝিল থানা এলাকা থেকে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন মিয়াজী এবং বংশাল এলাকা থেকে বংশাল থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়। উত্তরখান এলাকা থেকে উত্তরখান থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জয়দেব চন্দ্র দাস ও উত্তরখান থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. শিপন সরকারকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া ভাষানটেক এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আবু হানিফ এবং মোহাম্মদপুর এলাকা থেকে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী হককে গ্রেফতার করা হয়। অন্যদিকে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকা থেকে যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সহসম্পাদক মো. তাওহিদুল ইসলাম এবং কাজলা ব্রিজ এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিন শিকদারকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম।

২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬১০ : ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছে ৭০৪ জন। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, আভিযানিক কার্যক্রমে একটি দেশীয় পাইপগান, একটি একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজের খোসা এবং দুই রাউন্ড অকেজো কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ বিশেষ অভিযান চলমান থাকবে।

আওয়ামী লীগ মিছিল গ্রেফতার পুুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম