Logo
Logo
×

জাতীয়

হাইকোর্টের ৪৮টি বেঞ্চ পুনর্গঠন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পিএম

হাইকোর্টের ৪৮টি বেঞ্চ পুনর্গঠন

বিচারকাজ পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৪৮টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ বিষয়ে প্রধান বিচারপতির আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, আগামী ২০ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিচার কাজ পরিচালনার জন্য উল্লিখিত বেঞ্চগুলো গঠন করা হলো।

এই ৪৮টি বেঞ্চের মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ, আর ১৮টি একক বেঞ্চ রয়েছে।

হাইকোর্ট সুপ্রিম কোর্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম