
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৩০ এএম
গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৩:২২ এএম

আরও পড়ুন
গাজীপুরে যাত্রীবাহী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে।
রোববার (১৩ এপ্রিল) বেলা ২টা ৪০ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়।
রোববার রাত ১টা ৪০ মিনিটেকমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার আনোয়ার হোসেন যুগান্তরকে বলেন, ‘এখনো লাইন পুরোপুরি ঠিক হয়নি। ইতোমধ্যে পশ্চিমাঞ্চলে চলাচলাকারী সাতটি ট্রেন কমলাপুর স্টেশনে আটকা পড়েছে। তবে কোনো ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি। লাইন ঠিক হলে ট্রেনগুলো কমলাপুর থেকে ছাড়া হবে।’
ট্রেনটির দায়িত্বে থাকা ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলিম, নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। গাজীপুর ও মৌচাকের মাঝামাঝি সালনা এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। পরে শিকল টেনে ট্রেনটির গতিরোধ করা হয়। তবে এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান বলেন, ‘ঢাকা–টাঙ্গাইল রেলওয়ে সড়কের সালনা এলাকায় ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে কেউ আহত হননি।’
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাবনার পাকশী বিভাগীয় কার্যালয়ের পরিবহণ কর্মকর্তা হাসিনা বেগম জানান, ‘ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে পুরো উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করতে আসছে।’