
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৬:২০ এএম
‘ড. ইউনূস শুধু বাংলাদেশের নন, তিনি সারা বিশ্বের’

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৫০ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশের নন, তিনি সারা বিশ্বের বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
মারুফ কামাল বলেন, কেউ আমাদেরকে মুগ্ধ করেন, অভিভূত করেন। তাদের গুণপনায় আমরা বশীভূত হই। তারা তাদের যোগ্যতায়, দক্ষতায়, জাদুকরী নৈপুণ্যে আমাদেরকে রূদ্ধবাক করেন, শিহরিত করেন, বিষ্ময়ে বিমূঢ় করেন। আমরা আবিষ্ট, আচ্ছন্ন, বিহ্বল হই কারো রূপে, ভূমিকায়, কর্মক্ষমতায়। তবে এই আবেশ কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসা আলাদা, ব্যাখ্যাতীত এক অনুভূতি। ভালোবাসার অভিব্যক্তির কোনো সংজ্ঞা নেই, কখনো কোনো বাটখারায় তা’ মাপা যায় না। মুগ্ধতা সর্বজনীন। যে কীর্তিমান ও যশস্বীরা আমাদেরকে আবিষ্ট করেন তারা সকলের, কারো একান্ত নন। তারা অনেক উঁচুতে থাকেন নক্ষত্রের মতো। তারা জোৎস্নার মতো স্নিগ্ধ আলো ছড়ান কিন্তু সে আলো আমরা হাতের মুঠোয় ভরতে পারিনা। তাদেরকে একান্ত আপন করে পাওয়া যায়না। অপরদিকে ভালোবাসা ঐকান্তিক এবং অকারণ।
বাংলাদেশের বর্তমান সারথী নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস তেমন একজন কৃতিপুরুষ উল্লেখ করে তিনি বলেন, তার গুণপনায় আমরা অভিভূত। কিন্তু তাকে একান্ত আপন করে ভালোবাসা যায় না। তিনি সর্বজনীন, তিনি সকলের। এমনকি তিনি কেবল বাংলাদেশের নন, তিনি সারা বিশ্বের। আমাদের ভালোবাসা হচ্ছে দোষে-গুণে মেশানো একটি দল। নন্দিত ও নিন্দিত এ দল আমাদের সমতুল্য, আমাদের সমান মাপের, আমাদের কাছের, আমাদের আপন, আমাদের একান্ত নিজের, আমাদের অকারণ ভালোবাসা। এ দলই পাপে-তাপে ভরা সরল-গরল আমাদের নিয়তি। এ নিয়তি খণ্ডাবে কে?