
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ১০:৪৮ পিএম
চট্টগ্রাম-থাইল্যান্ড ফ্লাইট পুনরায় চালুর প্রস্তাব প্রধান উপদেষ্টার
থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনূস

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৭:০১ পিএম
-67efd810a42ed.jpg)
আরও পড়ুন
শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যেতংতর্ন শিনাওত্রাকে বাংলাদেশি নাগরিকদের থাইল্যান্ড ভ্রমণের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।
বিমসটেক শীর্ষ সম্মেলনের পরিসরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই বিষয়টি উত্থাপন করেন। প্রধান উপদেষ্টা বলেন, ঢাকা শহরে অবস্থিত থাই দূতাবাসের ভিসা প্রক্রিয়া পরিচালনার সক্ষমতা সীমিত হওয়ায় বাংলাদেশিদের জন্য দীর্ঘ দেরি হচ্ছে এবং ভিসা প্রক্রিয়ায় দীর্ঘ সারি তৈরি হচ্ছে।
যারা থাইল্যান্ডে চিকিৎসা নিতে আসেন, তারা ভিসা সম্পর্কিত অনেক সমস্যা সম্মুখীন হচ্ছেন, অধ্যাপক ইউনুস মন্তব্য করেন এবং এ বিষয়ে থাই প্রধানমন্ত্রীকে সহযোগিতার জন্য অনুরোধ করেন।
থাই প্রধানমন্ত্রী প্যেতংতর্ন শিনাওত্রা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন যে, তিনি বিষয়টি দেখবেন।
এছাড়া, প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে বাণিজ্য, শিপিং এবং সামুদ্রিক সম্পর্কের উন্নয়ন এবং আকাশ সংযোগ বৃদ্ধিরও আহ্বান জানান। অধ্যাপক ইউনুস বলেন, বাংলাদেশের চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের ভ্রমণ সময় কমিয়ে আনা সম্ভব হবে। তিনি এক দশক আগে এয়ার এশিয়ার চট্টগ্রাম-চিয়াংমাই রুটে ফ্লাইট চালুর অভিজ্ঞতা স্মরণ করেন, যা ব্যবসায়িক ও পর্যটন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল।
থাই প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে বিমসটেক এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বলেন, বাংলাদেশের নেতা আঞ্চলিক গ্রুপিংয়ে নতুন গতি আনবেন।
অধ্যাপক ইউনুস তার বৈঠকটি শুরু করেন বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দীর্ঘস্থায়ী এবং চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবোলের প্রতি শ্রদ্ধা জানান, যিনি ১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতা স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
বৈঠকটির আলোচনায় বিনিয়োগ নিয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনুস থাই কোম্পানিগুলোকে আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
তিনি আরও বলেন, রেল, সড়ক, সামুদ্রিক এবং আকাশ যোগাযোগের উন্নতি দু দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে, তিনি জানান বাংলাদেশ থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারের মধ্যে মহাসড়ক প্রকল্পে অংশগ্রহণ করতে চায়, যখন শর্তগুলো উপযুক্ত হবে।
অধ্যাপক ইউনুস দুটি দেশকে একটি যৌথ সম্ভাব্যতা স্টাডি শুরু করার প্রস্তাব দেন, যাতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করা যেতে পারে।