
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ পিএম
অচিরেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চারলেনে উন্নীত করা হবে

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৫:৪৭ পিএম

আরও পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বলেছেন অতি শিগগিরই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চারলেনে উন্নীত করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া কাল থেকে সড়কের উভয়দিকে ১ কিলোমিটারের মধ্যে গতিরোধক স্থাপনের কাজ শুরু হবে।
বুধবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
অবৈধ যানবাহনের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে ফারুক-ই আজম বলেন, এদের ব্যাপারে কোনো ছাড় নেই। বেপরোয়া যেসব গাড়ি চলাচল করে সেগুলোর স্থান নির্ধারণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অচিরেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। লবণবাহী ট্রাকগুলো যথাযথ নিয়ম ও সতর্কতা অবলম্বন করে লবণ পরিবহণ করছে কিনা সেই বিষয়ে যথারীতি ব্যবস্থা গ্রহণ করতে হাইওয়ে পুলিশকে সবসময় সতর্ক থাকতে হবে।
তিনি দুর্ঘটনায় নিহতদের জন্য শোক ও পরিবারগুলোর জন্য সমবেদনা জ্ঞাপন করেন।
বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে বিধি অনুযায়ী নিহতের পরিবারকে ৫ লাখ ও আহতদের পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) সৈয়দ আইনুল হুদা চৌধুরী।
এ সময় অন্যদের মধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইনামুল হাসান, লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান, সড়ক ও জনপদ চট্টগ্রাম দক্ষিণের বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পারভেজ, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) সৈয়দ আইনুল হুদা চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে ৩ দিনের ব্যবধানে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।