ধর্ষণ, নির্যাতন করে নারীর অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যাবে না: বিএনএসকে সভাপতি

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:৩৭ এএম

দেশে দিন দিন নারী ও শিশু নিপীড়ন ঘটনা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সভাপতি নাসিমুন আরা হক মিনু। ধর্ষণ ও নির্যাতন করে নারীর অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যাবে না- এমন মন্তব্য করেন। নারীর প্রতি যে কোন ধরনের নিপীড়নের বিরুদ্ধে সমাজের সর্বস্তরে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রোববার বিকালে ঢাকার পুরানা পল্টনের ইআরএফ মিলনায়তনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় মাগুরায় ৮ বছরের শিশু আছিয়ার মৃত্যুসহ সব ধরনের নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনএসকে’র সভাপতি নাসিমুন আরা হক মিনু। তিনি বলেন, সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, মানসিক ও শারীরিক নির্যাতন, নারীকে মানুষ হিসেবে মনে না করার হীন মানসিকতা- এমন হাজারো কারণে এখনো নারীরা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। একই সঙ্গে সাংবাদিকতায় নারীদের সংখ্যা বাড়লেও তা আশানুরূপ নয়।
সংগঠনের সহ-সভাপতি মুনিমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহনাজ সিদ্দীকি সোমা, ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম- ইআরএফের সভাপতি দৌলত আকতার মালা, একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি শাহনাজ শারমিন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া শারমিন। এসময় কেন্দ্রের কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক, সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন এলিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলরুবা খানম, দপ্তর সম্পাদক আহমেদ মুশফিক নাজনীন, প্রশিক্ষণ সম্পাদক নাসরিন শওকত, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।