Logo
Logo
×

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে আরাকান আর্মির সঙ্গে আলোচনার পরামর্শ গুতেরেসের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৮:২৫ এএম

রোহিঙ্গা ইস্যুতে আরাকান আর্মির সঙ্গে আলোচনার পরামর্শ গুতেরেসের

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আরাকান আর্মির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি।  

গতকাল ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।  

গুতেরেস বলেন, মিয়ানমারে চলমান সংঘাত বন্ধ করা এবং সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিবেশী দেশগুলোর সমন্বিত চাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র আন্তর্জাতিক মহল এবং মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি টেকসই সমাধানের দিকে এগিয়ে যাওয়ার বিষয়। প্রথমত, সহিংসতা বন্ধ করতে হবে এবং এমন ব্যবস্থা নিতে হবে, যা মিয়ানমারে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে। এ ধরনের ব্যবস্থা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনকেও সহজ করবে।  

তিনি আরও বলেন, মিয়ানমারের ভেতরে মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা জরুরি, যাতে সেখানে রোহিঙ্গাদের ফেরার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়।  

বাংলাদেশ থেকে মিয়ানমারের জন্য একটি মানবিক সহায়তা চ্যানেল তৈরির সম্ভাবনার কথাও উল্লেখ করেন গুতেরেস। তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি বাস্তবায়নের জন্য যথাযথ অনুমোদন ও সহযোগিতা প্রয়োজন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম