ধর্ম উপদেষ্টার দুটি অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:২৫ পিএম

সংগৃহীত ছবি
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন রচিত ‘রচনাসমগ্র’ ও তাঁর সম্পাদিত ‘সফওয়াতুত তাফাসীর’ এর অনুবাদ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হক মানিক মিয়া হলে বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘রচনাসমগ্র’ আনোয়ার লাইব্রেরী এবং ‘সফওয়াতুত তাফাসীর’ এর অনুবাদ গ্রন্থটিন সালিহা পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভাপতিত্ব করেন সালিহা পাবলিকেশন্সের চেয়ারম্যান জনাব মো. হুমায়ুন কবীর চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘রচনাসমগ্র’ ইসলামি গবেষণার অমূল্য সম্পদ গ্রন্থটি পাঠকদের জন্য একটি মূল্যবান সংকলন। যা ইসলামি গবেষণা ও জ্ঞানচর্চায় নতুন দৃষ্টিকোণ উন্মোচিত করবে।
তিনি আরও বলেন, ‘শাইখ মুহাম্মাদ আলি আস-সাবুনি (রহ.)-এর লেখা ‘সফওয়াতুত তাফাসীর’ অন্যতম শ্রেষ্ঠ তাফসিরগ্রন্থ হিসেবে বিবেচিত। এর সহজবোধ্য ভাষা ও সুস্পষ্ট ব্যাখ্যা সাধারণ পাঠক থেকে শুরু করে গবেষকদের
জন্য এক অনন্য সংযোজন। বাংলা ভাষায় এই তাফসির গ্রন্থের অনুবাদ একদিকে যেমন সাধারণ পাঠকদের জন্য কুরআনের গভীর অর্থ বোঝার সুযোগ তৈরি করবে। অন্যদিকে গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করবে। বই দুটির পাঠকপ্রিয়তা ও বহুল প্রচার কামনা করি।’
সভাপতির বক্তব্যে মো. হুমায়ুন কবীর চৌধুরী বলেন, ‘প্রথমত, বিশ্বখ্যাত ইসলামী স্কলার শাইখ মুহাম্মাদ আলী আস-সাবুনী (রহ.)-এর অমূল্য তাফসীরগ্রন্থ ‘সফওয়াতুত তাফাসীর’-এর বাংলা অনুবাদের প্রকাশনা, যা নিঃসন্দেহে বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য এক যুগান্তকারী সংযোজন। দ্বিতীয়ত, প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, গবেষক ও লেখক ড. আ ফ ম খালিদ হোসেন-এর ‘রচনাসমগ্র’ প্রকাশনার গৌরবময় মুহূর্তের সাক্ষী হচ্ছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁঞা, যুগান্তরের সহ-সম্পাদক মাওলানা তোফায়েল গাজালি, লেখক ও অনুবাদক মাওলানা মনযূরুল হক, মাওলানা রেজাউল করীম আবরার, মাওলানা মুহাম্মদ নোমান কাসেমী, আলেম সাংবাদিক লেখক ও গবেষক মুহসিন আল জাবির, ডাক ও টেলিযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব জহিরুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র এ্যাডভোকেট এ্যাড. আবুল কালাম চৌধুরী, অধ্যাপক ডা. আব্দুজ জাহের, অতিরিক্ত ডি আই জি আব্দুল মাবুদ, প্রকাশক মোস্তফা কামাল, ও লেখক অনুবাদক ফখরুল ইসলাম ফয়সালসহ আরো অনেকেই।