প্রতিবন্ধী স্কুল এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকদের সড়ক অবরোধ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০১:২১ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে।
বুধবার বেলা সোয়া ১২টার দিকে কদম ফোয়ারা মোড় অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়। এতে পল্টন থেকে সচিবালয় এলাকায় প্রচন্ড যানজট সৃষ্টি হয়। তবে দুপুর পৌনে ১টার দিকে পুলিশের অনুরোধে সড়ক থেকে তারা সরে যায়।
প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা বলছেন, সারা দেশে ১ হাজার ৭৭২টি প্রতিবন্ধী স্কুল অনলাইনে এমপিওভুক্তির জন্য আবেদন করার পরেও তাদের আবেদন গ্রহণ করা হয়নি। কোনো কোনো শিক্ষক এসব বিদ্যালয়ে ১৫-১৬ বছর থেকে এখনও বিনা বেতনে কর্মরত রয়েছেন। গত ১৮ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। তাই অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তি করার দাবি জানান তারা।
প্রতিবন্ধী শিক্ষক আন্দোলনের সমন্বয়ক ইলিয়াস রাজ যুগান্তরকে বলেন, শিক্ষকরা গত ১৮ দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান করলেও সরকারের দায়িত্বশীলদের পক্ষ থেকে কেউ কোনো খোঁজ-খবর নেয়নি। তাই বাধ্য হয়ে শিক্ষকরা রাস্তায় নেমেছে। আমাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যাচ্ছে। সরকারের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পেলে আন্দোলন তুলে নেবেন বলে জানান তিনি।