Logo
Logo
×

জাতীয়

দৃপ্ত অঙ্গীকারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১২:১১ এএম

দৃপ্ত অঙ্গীকারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সংগৃহীত ছবি

নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে দৃপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবী ও নারীবাদী সংগঠনসমূহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানের মধ্যে ছিল সভা, সেমিনার, মানববন্ধন, মশাল মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক এবং প্রতিবাদী মিছিল।

এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল ‘সমতা, ক্ষমতায়ন, অধিকার/কন্যা, নারী, সবার’। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্যাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে দেশব্যাপী দিবসটি পালিত হয়েছে।

এছাড়া এদিন রাষ্ট্রীয়ভাবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে এ দিবসটি উদযাপন করা হয়। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সম্প্রতি নারীদের ওপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীর উদ্বেগজনক। এটি ‘নতুন বাংলাদেশ’ এর যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই ‘নতুন বাংলাদেশে’ নারী-পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারাবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব।’

১৯০৮ সালে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ও রাজনীতিবিদ ক্লারা জেটকিনের নেতৃত্বে প্রথম নারী সম্মেলন করা হয়। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ এ দিনটিকে নারী দিবস হিসাবে পালন করে আসছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম