Logo
Logo
×

জাতীয়

পল্টনে আটক সেই ব্যক্তিকে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৫:২৭ পিএম

পল্টনে আটক সেই ব্যক্তিকে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে এক ব্যক্তিকে সংগঠনটির একজনকে মারতে দেখা গেছে। সে সময় ঘটনাস্থল থেকে তাকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। তার আটকের দৃশ্য তড়িৎগতিতে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

পরে অনেকেই তার মুক্তির দাবি করে ফেসবুকে পোস্ট দেন। সে দাবির মুখে ওই ব্যক্তিকে মিন্টো রোডের ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার বিকাল ৪টা ৪৬ মিনিটে তাকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়ে যান এ উপদেষ্টা। এই বিষয়ে একটি তাৎক্ষণিক প্রেস ব্রিফিং করার কথা থাকলেও সেটি হয়নি। তাই এই ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়, চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম