
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০১:৫৮ এএম
কল্যাণপুরে জঙ্গি অভিযানে ৯ যুবক হত্যা
সাবেক আইজিপি শহীদুলসহ ৩ জনকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১০:৫২ পিএম

আরও পড়ুন
রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় ২০১৬ সালে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে নাটক সাজানো হয়। ওই অভিযানে নয়জন ইসলামী মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যা করা হয়।
এই ঘটনায় সাবেক আইজিপি একেএম শহীদুল হকসহ সাবেক তিনজন পুলিশ কর্মকর্তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য দুই পুলিশ কর্মকর্তা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্যাা।
বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের গ্রেফতার দেখাতে রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। একই সঙ্গে ২৪ মার্চ তাদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। এছাড়া ৭ মে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, ২০১৬ সালে কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামে একটি ভবনে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বেআইনিভাবে গ্রেফতার বেশ কয়েকজন ইসলামী মনোভাবাপন্ন যুবককে ওই বাড়ির একটি ফ্ল্যাটে আটক রাখা হয়। তাদের জঙ্গি নামে নাটক সাজিয়ে তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যক্ষ নির্দেশে এ নয়জন ইসলামী মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যা করা হয়।
এ মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হকসহ সাবেক তিনজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার দেখাতে আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। ২৪ মার্চ এ তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করতে বলেছেন।
তিনি আরও বলেন, এ তিন আসামি বিভিন্ন মামলায় কারাগারে আটক আছেন। তাদের ট্রাইব্যুনালের এ মামলায় নির্ধারিত তারিখে হাজির করতে বলা হয়েছে। ইসলামী মনোভাবাপন্ন যুবকদের জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করাকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পেয়েছে। এ জন্য তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করার অভিযোগে ট্রাইব্যুনালে এটাই প্রথম মামলা।
তিনি বলেন, তাদের অপরাধ ছিল তারা তৎকালীন সরকারবিরোধী মনোভাবাপন্ন ছিলেন। তারা ইসলামিক আইডিওলজি অনুস্মরণ করতেন। এজন্য তাদেরকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে এনে একটি জায়গায় আটক রেখে সবাইকে জানানো হতো তারা জঙ্গি। আসলে তারা কেউই জঙ্গি ছিলেন না।
২০১৬ সালের ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ৫ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের অভিযানে নয়জন ‘জঙ্গি’ নিহত হয়েছে বলা হয়। ওইদিন অভিযান শেষে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক।
তিনি বলেছিলেন, নিহত ব্যক্তিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। ওই বাড়ি থেকে গুলশানের মতো বড় হামলার পরিকল্পনার তথ্য পুলিশের কাছে আগে থেকেই ছিল।