Logo
Logo
×

জাতীয়

ডেন্টালের ফল প্রকাশ: সেরা ২০ জনের ১৩ জনই মেয়ে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:৩২ পিএম

ডেন্টালের ফল প্রকাশ: সেরা ২০ জনের ১৩ জনই মেয়ে

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের (বিডিএস) ভর্তি পরীক্ষার (২০২৪-২৫) ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে মোট ৫১৮ জনকে উত্তীর্ণ হয়েছে।

ফল বিশ্লেষণে দেখা গেছে, জাতীয় মেধায় এগিয়ে থাকা শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি এগিয়ে আছেন। ফলাফলে প্রথম ২০ জনের মধ্যে মেয়েদের সংখ্যা ১৩ এবং ছেলের সংখ্যা সাতজন রোববার রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাক্রমে প্রথম স্থান অর্জন করেছেন সুবর্ণা বড়ুয়া নামে এক শিক্ষার্থী, তিনি রাজউক উত্তরা মডেল কলেজের সাবেক শিক্ষার্থী। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মাহবুবা খান মালিহা, তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএইচসি পাশ করেছেন এবং তৃতীয় হয়েছেন হলি ক্রস কলেজের সাবেক শিক্ষার্থী শ্রেয়া ঘোষ। এছাড়াও জাতীয় মেধায় চতুর্থ হয়েছেন কুমিল্লা ভিক্টরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করা মরিয়ম খানম সাদিয়া, পঞ্চম হয়েছেন যশোর ক্যান্টনমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী সাদিয়া খাতুন, ষষ্ঠ হয়েছেন নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী মারুফা আক্তার।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় সপ্তম স্থান দখল করেছেন চিটাগাং কলেজ থেকে এইচএসসি পাশ করা জায়েদ ইবনে আক্তার, অষ্টম হয়েছেন হলি ক্রস কলেজের তাসনিয়া বিনতে আলম, নবম হয়েছেন খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সাবেক শিক্ষার্থী আনুরাগ দাশ এবং দশম হয়েছেন মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী আফরিন জাহান।

এছাড়াও জাতীয় মেধায় ১১তম হয়েছেন আব্দুল্লাহ আল নাঈম, ১২তম সৌমিক মন্ডল, ১৩তম মাছুমা আক্তার, ১৪তম রাইসা তাসমিন, ১৫তম মিসকাতুন নূর, ১৬তম ইফতেখার আলম তাহসিন, ১৭তম নুসরাত জাহান মিথিলা, ১৮তম মহুয়া জাহান হলি, ১৯তম মো. রাতুল হাসান এবং ২০তম তানভীর হাছান ভুঁইয়া।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ হওয়াদের মধ্যে উপজাতীয় কোটার শিক্ষার্থীদের কোটার স্বপক্ষে সনদ/প্রমাণকসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর যাচায়ান্তে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়া ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত ২৭টি আসনের বরাদ্দকৃত প্রার্থীদের ভর্তি পরীক্ষার ফল পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থগিত রাখা হবে।

এতে আরও বলা হয়েছে, আগামী ছয় থেকে নয় মার্চের মধ্যে ১০০০ টাকা টেলিটক এসএমএসের মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে। পুনঃনিরীক্ষার ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম