কেটেছে শিক্ষক নিয়োগের জটিলতা, শাহবাগে উচ্ছ্বাস

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৬:৫৬ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬,৫৩১ জন সহকারী শিক্ষক নিয়োগের পথ সুগম করে আপিল বিভাগের আদেশে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিয়োগ প্রার্থীরা। সোমবার বিকালে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে মিছিল করেন তারা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয় ধাপের প্রক্রিয়া সম্পন্ন হলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের নিয়ে তৃতীয় ধাপের প্রক্রিয়া হাইকোর্টের আদেশে আটকে গিয়েছিল।
পুরোনো কোটা ব্যবস্থার ভিত্তিতে ৬,৫৩১ জনকে নিয়োগপত্র দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ৩১ জন প্রার্থীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই ফলাফল বাতিল করে দেন। এরপর আন্দোলন শুরু করেন চাকরিপ্রার্থীরা।
সোমবার আপিল বিভাগ হাইকোর্টের ওই রায় স্থগিত করে আপিল করার অনুমতি দেন।
চাঁদপুরের প্রার্থী দীপঙ্কর চক্রবর্তী বলেন, আজকের রায় আমাদের পক্ষে এসেছে। আমাদের করা আপিল বহাল রাখা হয়েছে। এখন আমরা নিয়োগের তারিখের জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমাদের সব কষ্ট ও সংগ্রাম সার্থক হয়েছে।
নিয়োগের দাবিতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ঢাকায় টানা ২২ দিন আন্দোলন করেন প্রার্থীরা। রোববার তারা পদযাত্রাসহ নতুন করে বিক্ষোভ শুরু করেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইনজীবী ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের আদেশের পর যোগ্য প্রার্থীদের নিয়োগে সরকারের সামনে আর কোনো আইনি বাধা নেই।