Logo
Logo
×

জাতীয়

পদোন্নতি পুনর্বিবেচনার দাবি অবসরে যাওয়া অতিরিক্ত সচিবদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৪:১১ পিএম

পদোন্নতি পুনর্বিবেচনার দাবি অবসরে যাওয়া অতিরিক্ত সচিবদের

ফের উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ সচিবালয়। প্রশাসন ক্যাডারের ভূতাপেক্ষ পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা আবার সক্রিয় হয়ে উঠছেন। ভূতাপেক্ষ পদোন্নতি বঞ্চিত প্রশাসন ক্যাডারের শতাধিক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সোমবার পদোন্নতির জন্য জনপ্রশাসন সচিবের কাছে পুনর্বিবেচনার আবেদন করেছেন।

আবেদনে তারা দাবি করেছেন, বিগত ফ্যাসিবাদের সময়ে পদোন্নতিসহ নানাভাবে তারা বঞ্চনায় শিকার। স্বৈরাচারের রোষানলে পড়ে তারা পদ-পদবী ও পদোন্নতি বঞ্চিত। বর্তমানে বঞ্চনা নিরসন কমিটির কাছেও তারা উপেক্ষিত।

আর্থিক সুবিধা ছাড়া পদমর্যাদা দাবি করছেন অবসরে যাওয়া এসব সচিবেরা।

আবেদনে তারা বলছেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন করে তাদের আবেদন দ্রুততম সময়ের মধ্যে পুনর্বিবেচনা করতে হবে। ভূতাপেক্ষ পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে দ্বৈতনাগরিক, স্বেচ্ছায় চাকরি ত্যাগকারী এবং অনিয়ম ও দুর্নীতির কারণে চাকরিচ্যুত কর্মকর্তা রয়েছে। তাদের পদোন্নতি যাথাযথ নিয়ম অনুসরণ করে হয়েছে কি না তা পুনরায় যাচাই করতে হবে। প্রকৃত বঞ্চিত অতিরিক্ত সচিবদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

সোমবার বেলা ১১ টায় সচিবালয়ের লাইব্রেরিতে অবসরে যাওয়া শতাধিক অতিরিক্ত সচিব সভা করেন। এ সময় ড. মো: নাসির উদ্দিনকে আহ্বায়ক ও আব্দুল মান্নান ইলিয়াসকে সদস্য সচিব করে বঞ্চিত অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ফোরাম গঠিত হয়।

সভা অংশ নিয়ে সাবেক সচিবরা বলেন, চাকরিজীবনে একটি পদোন্নতি বঞ্চিত হয়নি এমন কর্মকর্তাকেও সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। অথচ ফ্যাসিবাদের রোষানলে পড়ে বঞ্চিত ৫১২ জন অতিরিক্ত সচিবের মধ্যে থেকে মাত্র কয়েকজনকে সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। কে কোন কারণে ভূতাপেক্ষ পদোন্নতি বঞ্চিত হয়েছে তা প্রকাশের আশ্বাস দেওয়া হলেও অদৃশ্য কারণে তা প্রকাশ করা হচ্ছে না। বঞ্চিত অতিরিক্ত সচিবরা তা প্রকাশের দাবি জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম