Logo
Logo
×

জাতীয়

রুফার প্রথম শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন করলেন যুগান্তর সম্পাদক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫ পিএম

রুফার প্রথম শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন করলেন যুগান্তর সম্পাদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুফা) আয়োজিত প্রথম শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন করেছেন যুগান্তর সম্পাদক, কবি ও প্রাবন্ধিক আবদুল হাই শিকদার। 

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিল্পাচার্য জয়নুল আবেদীন গ্যালারিতে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ভাস্কর শিল্পী হামিদুজ্জামান খান।

বিশেষ অতিথির বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ চঞ্চল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শিল্পী রেজা আসাদ আল হুদা অনুপম।

রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।

উদ্বোধনী বক্তৃতায় যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার তার সাহিত্য রস-সমৃদ্ধ কথা উপস্থাপনের মাধ্যমে বক্তৃতা শুরু করেন। বাংলাদেশের চারুকলা শিল্পচর্চার ইতিহাস, মওলানা ভাসানীর সঙ্গে শিল্পাচার্য জয়নুল আবেদীনের সখ্যতা থেকে শুরু করে, জুলাই বিপ্লবে শিল্পীদের অবস্থান, সর্বোপরি রাজশাহী চারুকলা অনুষদের চিত্রপ্রদর্শনীর আয়োজনকে তিনি সাধুবাদ জানান। 

অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আলীর বক্তৃতার মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পরে ক্যানভাসে অতিথিরা ছবি এঁকে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গ্যালারিতে ছবিগুলো ঘুরে ঘুরে দেখে শিল্পীদের আঁকা চিত্রকর্মের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম