Logo
Logo
×

জাতীয়

যতদিন ক্ষমতায় থাকব, আমাদের সম্পত্তি বাড়বে না বরং কমবে

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০ পিএম

যতদিন ক্ষমতায় থাকব, আমাদের সম্পত্তি বাড়বে না বরং কমবে

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হেসেন বলেছেন, একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন এবং নিজের সম্পদের হিসাব জনসম্মুখে উপস্থাপন করেছেন। আমরাও আমাদের সম্পদের হিসাবের তালিকা ক্যাবিনেট ডিভিশনে জমা দিয়েছি। এমনকি আমার তিন ছেলে তিন মেয়ে, আমার স্ত্রী- তাদের কার কী আছে তা সরকারের ফর্মা অনুযায়ী দিয়েছি। আমরা আশাবাদী যতদিন ক্ষমতায় থাকব, আমাদের সম্পত্তি বাড়বে না বরং কমবে।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ নির্মাণ অগ্রগতি পরিদর্শন ও পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্মাণাধীন মডেল মসজিদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন।

বক্তব্য দেন উপদেষ্টার একান্ত সচিব এবং যুগ্ম-সচিব ছাদেক আহমদ, চট্টগ্রাম গণপূর্ত ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী জহির রায়হান, সাব ডিভিশন ইঞ্জিনিয়ার সৌরভ বিশ্বাস, এসও জসিম উদ্দিন, ঠিকাদার ফরিদুজ্জামান মিশু প্রমুখ।

ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে সাড়ে ৯ হাজার কোটি টাকা খরচ করে। মসজিদ যত বৃদ্ধি পাবে মুসল্লি বৃদ্ধি পাবে। আমরা যদি মানুষকে নামাজি বানাতে পারি তাহলে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে। সমাজে চুরি ডাকাতি রাহাজানি, ছিনতাই, সন্ত্রাসী এসব এগুলো যুগ যুগ ধরে ছিল, আছে। আমরা এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাচ্ছি৷ আইনশৃঙ্খলা বাহিনীও এটা নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন।

এর আগে ধর্ম উপদেষ্টা দুপুর দেড়টার দিকে মডেল মসজিদে নিজে ইমামতি করে জোহরের নামাজ আদায় করেন। এরপর মসজিদের কাজের অগ্রগতি এবং বিভিন্ন দিক ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম