Logo
Logo
×

জাতীয়

মৃত স্বামীর ঋণের দায়ে স্ত্রী কারাগারে, দুই বিচারককে তলব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৭ পিএম

মৃত স্বামীর ঋণের দায়ে স্ত্রী কারাগারে, দুই বিচারককে তলব

প্রতীকী ছবি।

মৃত স্বামীর ঋণের দায়ে স্ত্রীকে কারাগারে পাঠানোর ঘটনায় ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অর্থঋণ আদালতের বিচারককে তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ব্র্যাক ব্যাংক ফরিদপুরের বোয়ালমারী শাখার ব্যবস্থাপককেও তলব করা হয়েছে। ৬ মার্চ তাদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তিন শিশু সন্তানের মা পপি খাতুনকে জামিন দিয়ে আদালত এ আদেশ দিয়েছেন। সহকারী অ্যাটর্নি জেনারেল এএম জামিউল হক যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত স্বামীর ঋণের দায়ে স্ত্রীকে কারাগারে পাঠানোর ঘটনায় ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমএ সাঈদ ও অর্থঋণ আদালতের বিচারক একেএম রফিকুল হাসানকে তলব করেছেন হাইকোর্ট। 

২৭ জানুয়ারি পত্রিকায় ‘মৃত স্বামীর ঋণের দায়ে স্ত্রী কারাগারে, মামলার আসামি এতিম তিন শিশু সন্তান ঘুরছে দ্বারে দ্বারে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের পোলট্রি ব্যবসায়ী মৃত আমিন শেখ ও পপি খাতুন দম্পতির তিন শিশু সন্তান আইরিন (১০), আহমাদুল্লাহ (৫) ও জানাতুন নাঈমা (৪)। এতিম তিন শিশু বাবার ঋণের দায়ে ব্র্যাক ব্যাংকের করা অর্থ ঋণের মামলার আসামি। মা পপি খাতুন জেলে যাওয়ার পর থেকেই একই মামলার আসামি তিনটি এতিম শিশু সারাক্ষণ শঙ্কা ও আতঙ্কের মধ্যে রয়েছে, কখন জানি তাদেরও পুলিশ ধরে নিয়ে যায়। ২৬ জানুয়ারি বিকালে পৌরসদরের অডিটরিয়াম এলাকায় এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম