Logo
Logo
×

জাতীয়

ছিনতাই রোধে মাঠে নেমেছে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট: আইজিপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৯ পিএম

ছিনতাই রোধে মাঠে নেমেছে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট: আইজিপি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, ছিনতাইরোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট সোমবার সকাল থেকে মাঠে নামছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট যৌথ অভিযান চালাবে। 


সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা’য় তিনি এ কথা বলেন।


আইজিপি বলেন, রাতে ছিনতাই বেড়েছে। দিনেও ছিনতাই বেড়েছে। ছিনতাই প্রতিরোধে সোমবার সকাল থেকে বিশেষ একটি ব্যবস্থা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে থেকে এটি বাস্তবায়িত হবে আশা করি। দেখি এভাবে উন্নতি হয় কিনা, না হলে আমাদের অন্য পরিকল্পনায় যেতে হবে।

 

তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট মূলত যারা সন্ত্রাস করে, সমাজবিরোধী তাদের বিরুদ্ধে। আমরা শুরু করেছিলাম বেশ কয়েকদিন আগেই। যৌথবাহিনীতে একটা সাইজেবল কম্পনেন্ট থাকে। পুলিশে এত বড় কম্পনেন্ট নাই। কিন্তু আসলে এটা একটি জয়েন্ট পার্টি। ডেভিল হান্টে কারা ধরা পড়ছে আপনারা একটু দেখেন। বড় সন্ত্রাস, বড় সন্ত্রাসকারী, চোরাকারবারি সবাই ধরা পড়ছে।

 

বাহারুল আলম বলেন, একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাক। সেটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম