Logo
Logo
×

জাতীয়

মাহফুজ-আসিফ অন্তর্বর্তী সরকারে থাকলে সেটি নিরপেক্ষ হয় না: গালিব

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ এএম

মাহফুজ-আসিফ অন্তর্বর্তী সরকারে থাকলে সেটি নিরপেক্ষ হয় না: গালিব

ফাইল ছবি

উপদেষ্টা মাহফুজ আলম আর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারে থাকতে চাইলে বিএনপি এবং জামায়াত থেকেও উপদেষ্টা নেওয়া উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। তিনি আরও বলেন, তারা সরকারে থেকে গেলে সেটি নিরপেক্ষ হয় না। সোমবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি নিজের মতামত উপস্থাপন করেন।

তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

মির্জা গালিব লেখেন, তরুণদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা আর কয়েকদিনের মধ্যেই আসার কথা। জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের রাজনৈতিক আকাঙ্ক্ষার যে বহিঃপ্রকাশ ঘটেছে, তাতে তরুণদের একটি নতুন রাজনৈতিক দল আমাদের ভবিষ্যতের জন্য ভালো। পাশাপাশি, বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলেও তরুণদের অংশগ্রহণ বাড়লে ভালো হবে।

তিনি আরও লেখেন, এ নতুন দল বর্তমানে সরকারে থাকা নাহিদ ইসলামের নেতৃত্বে হতে যাচ্ছে। সরকার থেকে পদত্যাগ করে নাহিদ নতুন দলের নেতৃত্বে আসবে। এইটা ভালো সিদ্ধান্ত। সরকারে থেকে একই সঙ্গে নতুন দলের দায়িত্বে থাকলে আগামী নির্বাচনে সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়বে।

হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক লিখেছেন, এ নতুন দল যেহেতু গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল, নাহিদের পাশাপাশি মাহফুজ এবং আসিফেরও সরকার থেকে পদত্যাগ করা উচিত। তারা যেহেতু এক সঙ্গে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের একজন এসে দল করলে, আর বাকী দুইজন সরকারে থেকে গেলে সেইটা নিরপেক্ষ হয় না। বিএনপি, জামায়াত আর তরুণদের নতুন দল- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকা উচিত। 

গালিব লেখেন, মাহফুজ আর আসিফ যদি সরকারে থাকতেই চায়, তাহলে অন্তর্বর্তী সরকারের উচিত বিএনপি এবং জামায়াত থেকেও সরকারে উপদেষ্টা নেওয়া, যাতে করে সরকার একটি সর্বদলীয় চেহারা পায়। 

এই অধ্যাপক আরও লিখেন, তরুণদের মধ্যে নতুন রাজনীতির প্রতি বিশাল আগ্রহ আছে। কাজেই, তরুণদের নতুন দল সরকারি সুবিধার পরিবর্তে মানুষের কাছে গিয়ে গণমানুষের রাজনীতি করে বড় হলে ভালো করবে। শর্টকাট রাস্তায় ভালো রাজনীতি দাঁড়ায় না। যদি সরকারি সুবিধার অপব্যবহার না করে নতুন রাজনৈতিক দল সামনে আগায়, বিএনপি আর জামায়াতের উচিত তাদেরকে খোলামনে স্বাগত জানানো। দিনের শেষে কয়েকটা ভালো রাজনৈতিক দল না থাকলে আমাদের সামগ্রিক রাজনৈতিক সিস্টেম উন্নত হবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম